মন ভাল নেই মন ভাল নেই
অযতনে পড়ে থাকা এই আমি
পাই না আর সেই সুদূরের
স্নেহময়ী মায়ের আদরের পরশ!
বড় নিষ্ঠুর এ সময়, রূঢ় বাস্তবতা,
ক্লেদাক্ত সমাজে কষ্টের হুংকার
করেছে মোরে ঢের পাথুরে
কষ্টের ভার সয়ে যাই নিরুপায়
অনেকটাই বয়ে বেড়াই
খুব বেশী অসহায়!
আদরের সেই ময়না বাবু
কতটাই আজ বাধন হারা...
এ এক রুক্ষ তেক্ত পরিহাস
অসহায়ত্বের বেড়াজালে সাথীহীন পথচলা!
কষ্টের সীমা পেরিয়ে
আদবের মুখে কালি,
শূন্য হ্নদয় নয়ন সিক্ত;
আছি, আছি আমি একা
একা, বড় একা এ নিথর লোকালয়ে...!


মন ভাল নেই মন ভাল নেই
শুনার আকুতি বা বুঝার প্রয়াস
নেই কিছু আর আমার তরে;
হায় হায় করি আর জন্মের মানে খুঁজি!
সেই বাধন আর এই টান
যোজন ফারাকে অস্তমিত ভালবাসা,
আমাকে মৃত্যু দাও প্রভু
আমায় ক্ষমা করো...


২৮ জুলাই, ২০১৬
গুঠাইল, ইসলামপুর