কখনো আর আশায় রবো না
তিলে তিলে গড়া স্বপ্নগুলি নিমিষেই
ভেঙে যায় বিলাসী মনের কুঁড়েঘর
নিপুণ সৌখিনে মোড়ানো শব্দহীন ভাষায়
নিভৃতে কেঁদে মরে মৌনতার কাতুরতায়


কখনো আর আশায় রবো না
প্রহর গড়িয়ে যুগ পেরিয়ে
যে আহ্লাদ গোচরীভূত
তবুও মন চায় নিপুনতায়
এসে বসুক অমোঘ মায়ায়


কখনো আর আশায় রবো না
একাকীত্ব মনে রঙ মাল্যে
স্বহাস্যে এগুনো পথিক
ব্যর্থ সুরে রিক্ততায় হারায়
ভালবাসা বুনে যায় সব কিনারায়


আশায় আশায় থেকে
সুখটাই বুঝি আজ গেছে চলে
নয়ন সিক্ত লোনা জলে
একা জীবন একাই রই
পথের দেখা আর পাবো কই
আশায় আর রবো নারে কখনো
ভালবাসা ই তবে জন্মেনি এখনো....


১৪ ফেব্রুয়ারি, ২০১৮
কাওলা, ঢাকা