সহস্র ব্যবধান,
অজস্র কাল যাপনের গান
হবে কি কোনদিন দেখা?
তাঁরকাটা
দুটি দেশ একটি সীমারেখা।


ভুলেছো কি?
বিনিদ্র রাত্রী
দুটি মনের সংঘর্ষে জ্বলছে আগুন
পুড়ছে না আমাদের শরীর
শুনেছি লোভে পড়লে শরীর পোড়ে
মায়া ফুরিয়ে যায়  
নীলাঞ্জনা
আমরা তো প্রেমে পুড়েছি
ওসব সত্যিকারের প্রেম ছিল
নয় অভিনয়।