অনাহত নও তুমি কবি ;
পৃথিবীর পাড়ে তোমারও নিজস্বতা বলে কিছু আছে
সে দুঃখ হোক কিংবা মৃত্যুর কোলে ধসে পড়া শরীর
অন্ধকার শরীরে গড়িয়ে পড়ে যে সমুদ্রের জল
সেও কিন্তু তোমারই সম্পত্তি।
তোমার জন্ম
তোমার মৃত্যু
পৃথিবীর গর্ভে যে আয়ুহীন স্তব্ধতা
সে কেবলি পূর্ব জন্মের কর্মফল।
ইচ্ছামৃত্যুর শোকে
শব্দহীন আলোর ভেতর
কেবলি দেখা যায়, দেখতে দেখতে মরা যায়
কিন্তু বেঁচে থাকা যায় না কবি।