ভালোবাসার অকাল প্রয়াণে
তুমিও আয়োজন করো শোকসভা
কিংবা আমার স্মৃতির স্মরণে পালন করো বিরহ-বার্ষিকী।
আমার যা আছে তোমার নিকটে-
অনুভবে অথবা বাস্তবতায়
রেখো স্ব'যতনে।
যদিও ইহকাল পরকালের ব্যবধান,
ভাঙা সংসারে বিধবার পোশাক,
সাদা শাঁড়ী দেখে সবাই চিনে
তবুও মনে রেখো-
অবহেলায় কিংবা ভালোবাসায়।
অতঃপর একদিন রঙিন শাঁড়ী পড়ে


তোমার'ই স্বয়ংবরে আমায়-প্রাক্তন বলে চালিয়ে দিও।