কি বলে শুরু করব
জানি না বন্ধু আমি।
মনে রাখিস সবার উপরে
বন্ধুত্ব অনেক দামি।।


বন্ধুত্ব হল সবার সেরা
যদি বন্ধু বুজিস।
মিথ্যে কারনে তুই আমারে
ভুল নাহি বুজিস।।


জেনে শুনে অনেক কষ্ট
দিয়েছি আজ তোরে।
ক্ষমা করিস বন্ধুরে তুই
যদি বন্ধু ভাবিস মোরে।।


কি করব?- বলত তুই,
যাকে দেখলে মনে লাগে রাগ।
সেটাই কি ভাল নয়-
সে দূরে দূরে থাক।।


জানিস তো সব আমার কথা
ওর কথাও কম কিসে।
অনেক অন্তরঙ্গ বন্ধু ছিলাম
জানি না ভাঙ্গল কোন বিষে।।


বাদ দিয়ে সব ওর কথা
আমার আর তোর কথাই বলছি।
ভুল করেছি আমি জেনে শুনে
তাই- কর জোরে ক্ষমা চাইছি।।


মনে হচ্ছে সবথেকে বড় ভুল
আজ- করে ফেলেছি আমি।
এমনিতেই তোর মন ভাল নেই
যদিও আগেই জানতাম আমি।।


ক্ষমা যদি করতে না পারিস
বলিস একটি বার।
কখনোই তোর সামনে কিংবা
কথাই বলব না আর।।


জানি আমি খুব বাজে ছেলে
অহংকার অনেক মনে।
তা নাহলে কি আর কষ্ট দিতাম
তোকে জেনে শুনে।।


কথা বলার ভাষা হারিয়েছি
পারলে ক্ষমা করিস।
কিভাবে আর বলব তোকে -
তাই কষ্ট করে মেসেজটা পড়িস।।