আমি অনেক ভয়ংকর;
পৃথিবীর বুকে আঘাত হানতে-
আমি আসি বার বার।
যারা মানে না কো;
আল্লাহ, হরি, ভগবান-
আমি তাদেরই করি আহবান।
এসো.......
কর! আমার গুন-কীর্ত্তন
ধন্য হবে তোমাদের জীবন।
তোমরা ভেবো না কো;
পৃথিবীতে, স্রষ্টা বলে কেউ নেই।
আমি আছি কিনা তা--
মর্মে মর্মে উপলদ্ধি কর;
যখন আমি আর্বিভুত হই।
তোরা কি জানিস না?
আমার মায়ার কোনও শেষ নেই,
আমি কখন কিরুপ ধরি-
কখনও ভুমিকম্প; কখনও ঘূর্ণিঝড়;
আবার কখনও বা দূর্বিক্ষ।
তোরা বুঝতে চাস না কেন?-
স্রষ্টা বলে একজন পৃথিবীতে আছে;
তা নাহলে আমি যখনই ;
কোনো রুপ নিয়ে আসি-
তোরা ঢলে পড়িস কেন আমার কাছে।।