শ্রী...........
সত্যিই আজ আমি-
তোমার কাছে খুবই বিশ্রী।
আজ আমার কোনও কিছুই
তোমার আর ভাল লাগে না।
এর আগেও কতটুকু তোমার
ভালো লেগেছিল? জানি না।
হ্যাঁ, হয়তো আমি খুবই খারাপ ছেলে।
কিন্তু বিশ্বাস করো, এই খারাপ ছেলেটা-
তোমাকে অনেক অনেক ভালোবাসত।
তোমার একটু অভিমানে-
বার বার তোমার অভিমান ভাঙ্গাতো।
যদিও আমার অভিমানে,
তোমার কিছু যায় বা আসত না।


হ্যাঁ তোমার আমার পরিচয়,
আসলেই বেশি দিনের নয়।
কিন্তু বিশ্বাস করো, আমার তা-
একবারও মনে হয় নি।
মনে হয়েছিল যেন, তোমাকে-
আমি কত বছর ধরে জানি।
আজ বেশ কিছুদিন হয়,
তোমার সাথে কোন যোগাযোগ নেই।
হয়তো তুমি অন্য কারো সাথে-
কথা বলে তোমার একাকীত্বটা কাটাচ্ছো।
কিন্তু, আমি কি করবো?-
তোমার মতো তো আমার কেউ নেই,-
যার সাথে আমার একাকীত্বটা কাটাবো।
এই অল্প দিনের পরিচয়ে-
তার,- চার ভাগের তিন ভাগ সময়ই
কেটেছে তোমার সাথে।
আজ সেই তুমি আমাকে ভুলেই গেলে।
সে সময় তুমি একটু দেরি হলেই-
আমাকে কত্তো প্রশ্ন করতে,
বলতে, আমি নাকি তোমাকে ভুলেই গেছি।
কিন্তু দেখো, আজ প্রায় বেশ কয়েকদিন
অতিবাহিত হয়ে গেল...
তোমার কোন খবর নেই।
আজ তুমি আমাকে ভুলে গেছো।
ভাল আছ। আমি জানি না আমি আছি?
অথচ আমি এখনো, তোমার সাথে-
কথা বলার জন্য হা প্রভু হা প্রভু করে আছি।


হ্যাঁ মানছি, আমি রেগে তোমাকে-
অকথ্য ভাষায় গালিগালাজ করেছি।
কিন্তু তুমি গালিটাই দেখলে,
আমাকে দেখলে না, একবারও
আমার মনটা বুঝলে না?-
কেন তোমাকে গালি দিলাম?-
কেন তোমার উপর রাগ করলাম?
হয়তো জানো, মানুষের রাগ থেকে
গালি কখন বের হয়? যখন তার সহ্য হারায়।
আমি জানি না, আমার জায়গায়-
অন্য কেউ হলে কি করত?
হয়তো কিছুই করত না, বা কিছু বলতো না,
আর গালি, সেতো প্রশ্নই উঠে না।-
হয়তো আরো বেশি ভালোবাসতো।


মানছি, আমার গালি দেয়াটা ঠিক হয়নি,
এজন্য আমি অনেক অনুশোচনা করছি,
অনুতপ্তও অনেক আমি।
কি আর হবে অনুশোচনা করে, বা অনুতাপ?
যত বড় ভুল করেছি এর তো-
কোনো ক্ষমা হয় না তাই না?
ভেবেছিলাম হয়তো আমাকে বুঝবে?
আমার রাগ করার কারণটা, তোমাকে-
গালি দেওয়ার কারণটা? কিন্তু না,
আমার ভাবনায় ভুল ছিল।
আমি ভুলেই গিয়েছিলাম, তুমি আমাকে-
কখনো ভালই বাসো নি। এটাই ঠিক যে,
তুমি আমাকে কখনো আপন করে নিতে পারো নি।
আর যা ছিল সেটা তোমার ভাল লাগা।
এটা আমার ব্যর্থতা ছিল যে, তোমাকে-
ভালোবাসা দিয়ে তোমার মন জয় করতে পারিনি।


শেষে একটা কথাই বলবো,-
ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো,
যে আশায় আমার মন নিয়ে খেলছো,
সেই আশা তোমার পূরণ হোক। জানি না-
ঈশ্বর কি করবেন? তবুও তার কাছে-
আমার মিনতি রইল তোমার
সেই আশাটা পূরণ হোক।
তিনি তোমার ইচ্ছা পূরণ করুন!
........................