লিখব লেখা পোচ নিব না
তাই কি বল হয়।
আমার লেখা পড়ে সবাই কত কিছু কয়।।
আমি ধার ধারি না কারও।।
আমি শুনব না কথা কারও।।


খাতা কলম নিয়ে আমি
লিখতে বসি যখন।
কত জনে কত কথা
বলে আমায় তখন।।
আমি ধার ধারি না কারও।।
আমি শুনব না কথা কারও।।


কেউ বা বলে পন্ডিত আমায়
কেউ বা বলে কবি।
তাদের কথা না শুনে আমি
নিজের মত চলি।।
আমি ধার ধারি না কারও।।
আমি শুনব না কথা কারও।।


পাছের লোকের কিছু কথা
বলে কত জনে।
আজকে আমি তাদের কথা
লিখে রাখছি মনে।।
আমি ধার ধারি না কারও।।
আমি শুনব না কথা কারও।।


আজকে জারা আমায় নিয়ে
করছে উপহাস।
তারাই একদিন আমায় নিয়ে
বলবে সাবাস সাবাস।।
আমি ধার ধারি না কারও।।
আমি শুনব না কথা কারও।।


তাদের কাছে একটি কথা
বলতে আমি চাই।
মানুষকে নিয়ে উপহাস তোরা
করিস না আর ভাই।।
আমি ধার ধারি না কারও।।
আমি শুনব না কথা কারও।।