ওই পারেতে আছো তুমি
এই পারেতে আমি।
তোমার আমার মাঝখানেতে
বেশ দূরত্ব জানি।।

হঠাৎ একদিন দেখে তোমায়
টাশকি খেয়ে গেলাম।
সেই থেকেতে তোমার পিছু- আমি
নিতে শুরু করলাম।।

কোনভাবেই পাচ্ছি না তো
ছুঁতে তোমার মন।
তোমার বিরহে পুড়ে আমার
কয়লা হল মন।।

কয়লাও যে অনেক দামি
জানো নিশ্চয়ই তুমি।
তাইতো আজ তোমার মন পেয়েছি
কয়লাতে জ্বলে আমি।।

কতটা তোমায় ভালোবাসি
যদি একবার জানতে।
সবার চেয়ে প্রিয় তুমি
এই কথাটা মানতে।।

তুমি অনেক ভালো মেয়ে
সরল তোমার মন।
তাইতো তোমায় ভালোবেসে
দিয়েছি আমার মন।।

প্রথম দেখার সেই চাওনি
এখনো হৃদয়ে ভাসে।
চোখ বুজিলে চোখ খুললেই
শুধু কল্পনাতে আসে।।

তোমার মন পেয়ে আজ
আমার ধন্য হলো হিয়া।
মনে রেখো আজ থেকে হলে তুমি
আমার প্রাণের প্রিয়া।।

সুখে দুখে থাকবো পাশে
দিলাম কথা তোমায়।
যদি নিঃসন্দেহে তোমার মনে
জায়গা দাও আমায়।।

আজকে তোমার মন পেলাম
মঙ্গলবার এর দিনে।
ঈশ্বর যেন সহায় হোন
তোমার আমার সারা জীবনে।।

তোমার কথা বলি যদি
দিবারাত্রি ২৪ ঘন্টা।
তবুও যেন শেষ হবে না
না বলব কোনটা।।

এগুলো আমার মনের কথা
মোটেও মিছা নয়।
কতটা তোমায় ভালবাসব
ভবিষ্যতে জানবে নিশ্চয়।।