অনাথ  


চাতকের জল পিপাসায় আমারই জন্মদাগ, অথচ হাত থেকে খসে পড়ে রাষ্ট্রবিজ্ঞান, প্লেটোর ধারণা
অচিন পাখির খাঁচাটা ভাঙা হলো না আর শিরদাঁড়ার প্রকারভেদে সেই জলাজমি  
নিরম্বু অস্তিত্বের কাছে পথ দু’ভাগে বিভক্ত  এক সপুস্পক দুই অপুস্পক
দুঃসময় থেকে যে শিশু বেরিয়ে আসে  সেও বুঝে গেছে আমলা আর আলপথ
শূন্যস্থানে আঙুল ডোবাতেই দুটি প্লেটের ধাক্কা , চালতা পাতার ফাঁক দিয়ে প্রজাপতি উড়ে যায়  
কেটে যায় অপ্রস্তুত ইচ্ছে  তেতাল্লিশ তিপান্ন  সঞ্জীবনী তুচ্ছ করে যুদ্ধ থামে নি  আজও
কেবল ফুটে  উঠছি ধানের ডগায় আর আকাশ তার আঁচল বুলিয়ে দেয়  -