অনতি
লক্ষ্মীকান্ত মণ্ডল


তার হয়ে পড়ি যখন সে জোনাকির দীর্ঘশ্বাস
বারবার সাধকের  স্তোত্র ও শরীর
বিষুবরেখায় শূন্যজ সময় অকপট ছায়াটুকু


কোন এক শিয়রে সাদা দাগ ইতিউতি বাস্প
সারাবেলাটি উড়ে গেল দিপদিপ  নীল বর্ণ
প্রার্থনা থেকে প্রতিফলিত হল অনতিদূর


অবশ্য উত্তর নেই নেই কিছু প্রশ্নও -
আবছা স্নায়ুর আঁচড় কেটেছি সেসব দাগে
মন্দ নয় ভেবে নদী পার করিয়ে দিই কিছু হসন্ত
ক্লান্ত আকাশ ছোঁয়ার ইচ্ছে


জন্ম চাই চেতনা , ভীষণ সাঁতার -