বসতি গড়ার সন্ধে
লক্ষ্মীকান্ত মণ্ডল


কার সঙ্গে যায় জ্যোত্‍স্না, যতই বসতি গড়ি চাঁদের নিচে
দু’চোখে রাত  - বুনে ভীষণ গুমোট,
সেই সন্ধের আলো একটু একটু কমতে থাকে একাকী
কালপুরুষের শরীর থেকে
ঝিঁ ঝিঁ পথের গ্রন্থগুলোয় প্রদীপ জ্বালায় শুদ্ধপ্রাণ
জামাকাপড় খুলে গামছা ঝাপটাতে ঝাপটাতে
তাকিয়ে থাকি অন্ধকারে ডুবে যাওয়া পাতা নড়ার দিকে--
এসো বাতাস,  জুড়িয়ে দাও সারাদিনের ঘাম
ক্রমাগত কৃষ্ণচূড়ার পাপড়িগুলো ফিসফিস করতে করতে ভাবে কৃষ্ণপক্ষ
মাথার উপর অগুন্তি তারার আলোয় চেপে রাখে নিঃসঙ্গতা
মেঘ মেঘ স্বপ্নগুলো স্বজনবিহীন


আমার এই বসবাস শব্দ শুনে আলপথের কোল বেয়ে
ফিরে যায় জ্যোত্‍স্না সাপ