দাগের মোহ রং
লক্ষ্মীকান্ত মণ্ডল



চকিত বাঁশির সুর । নিজের মধ্যে মগ্ন থাকার পথটা ছড়িয়ে যাচ্ছে আকাশ পর্যন্ত — নানা ধরনের উজ্জ্বল সবুজে রাশি রাশি বৃক্ষ , এত গাছের মধ্যে কদমের সাথে মৃত্যুঞ্জয় কাকার কেমন ধ্রুপদী সম্পর্ক । ময়লাটে ধুতির উপর গামছা গায়ে সে পুকুরে মাছের সাঁতার দেখে — সূর্যের দিকে তাকিয়ে মাটিতে লেগে থাকা শিশির কনায় আলতো হাত বুলিয়ে দেয়


লক্ষণের বউ একা থাকে । বাঁশঝাড়ের ওপাশে উঁচু ভিটে থেকে গড়িয়ে আসা তেষ্টারা পুকুরে ঝাঁপিয়ে পড়ে । সকালের রোদেও তাদের বুদ বুদ — কেমন মোহময় , সুসনি শাকের ঠাঁকাটা কাঁপতে কাঁপতে জলে ভিজে যায় । পাখিরা লাফাচ্ছে ডাকতে ডাকতে — ঠেলাগাড়ির চাকায় বসে গেছে পথ । সেই দাগের জমে থাকা স্পর্শে আমি মাটি চিনে নিতে থাকি