এক মুক্তির পথ



ফুল হাতে নিইনি কখনো
শুধু ফুলের ইচ্ছায় মাটিতে দিয়েছি সুর
সবুজ গাছের অনুরাগে দিয়েছি ঔরস আর ঘাম
নিঃশব্দে গড়েছি নির্বেদ পৌরুষ


আকাশ জড়িয়ে ধরে আমার দুহাত
বলে ,  ফুল দাও  ;  সে তখন শুক্লপক্ষ
তার কপালে চাঁদের অস্থিরতা  
এই আসে এই যায় ,  পরতে পরতে ডাহুক ডাকের ঊষাকাল
সে এক পাগলামো  - সেও এক মুক্তির পথ  


আলোকিত বিষ্ময়ে ভুলিনি কেউ বাতাসের  আমন্ত্রণ
ভেসে যাই আত্মরমণ জ্যোৎস্নায়