কৃষ্ণপক্ষের অনন্তী
লক্ষ্মীকান্ত মণ্ডল


ধানসারির মাঝ দিয়ে হেঁটে যাচ্ছে মাঘমাস
একথা জেনেও দীর্ঘ যৌবন যাত্রার পর পরকীয়া প্রেমিকের সাথে চোখাচোখি অনন্তীর,
বাঁকাচোরা নাবালের নিচে যে মাঠ ; স্বপ্নঝিল
এগিয়ে গেছে তার ভিতর, দৌড়ে যাওয়া ধূসর পথের দৃঢ় পাঁজর
দ্রাঘিমা বারবর হাঁটতে হাঁটতে হারিয়ে গেছে জ্যোৎস্না
কৃষ্ণপক্ষ চলছে এখন


ধানের গোঁছ নিয়ে ক্রমশ জন্ম আঁকড়ে ধরে মাটি
অতি কষ্টের জমিয়ে রাখা জলের স্বচ্ছতায় মৃদু ঢেউ
এক প্রান্ত থেকে অন্য প্রান্তে
সুর থেকে সুরে ইচ্ছেভরা প্রদীপ পাঁচালি
রং রং বাতাসে নীরব ইসারা - সে আগুন অবিশ্বাস্য
শান্ত, আকাশের চুম্বনকালে পাতাগুলি জড়িয়ে ধরে
সেই আদর


ভাসে দরজা, জানলাও ভাসে - কম্পমান কৃষকের
রোদ্দুর নিশ্বাসে