প্রবাহ
লক্ষ্মীকান্ত মণ্ডল


একটা হিজল গাছের প্রচ্ছদে কাঁকন পরা মেয়েরা
জড়িয়ে ধরে মেঘ , তোলপাড় করে শুকনো পাতার নিঃশ্বাস
হারিয়ে যাওয়া বাউল লালমাটি ওড়ায় ,  একে একে
ফিরে আসে বাতাসের চাঁদ হারানো সুখ ; রাধাফুল
ঝোপের আঁধার থেকে চমকে ওঠা ঢেউ মৈথুনের গন্ধ
জন্ম লিখে মরা খিদের মাটির পাতায়--


স্থবির আমি , দাহিত ক্যানভাস নিয়ে শিকড়ে স্পর্শ ঢালি
পুকুরের জলে আকাশটা কেঁপে ওঠে বারবার