আর নর্দমাগুলোর দিকে তাকানো যায় না!
আমায় উপহাস করে বলে-
❝তুমি তো আমারই যোগ্য!
কেন যে এখনো স্যুট-বুট পরে হাটছ?
বুঝে আসে না আমার!!❞


আমি বোকা বোকা হেসে বলি-
আজ আমি ব্যর্থ, তাই তো এতোটা অবহেলিত!!
হ্যাঁ, কয়েকটা ডিগ্রিতো কুড়িয়েছি,
পেয়েছি হাজারো মানুষের করতালি!
কিন্তু কর্মক্ষেত্রে বিনিয়োগ করতে পারিনি
মুঠো ভর্তি টাকা!
তাই আজ আমার সঙ্গী কেবল- ব্যর্থতা!!


এই শহরের ডাস্টবিনগুলোও আমায় উপহাস করে!
বলে কিনা-
কী হবে তোমাকে দিয়ে?
খাতা-কলম? এটা তোমাকে মানাবে না!
ঘৃণা আর অবজ্ঞাই তোমার সাথি রবে!


এই শহরের মানুষগুলোকেও আজকাল বড্ড অচেনা লাগে!
আঁড়চোখে তাকায়! মাঝে মাঝে বলাবলি করে -
এই ছোকরা কিনা কবি হবে!!!


আমি সব দেখি!
নীরব থাকি!
নিজেকে প্রবোধ দি-
একদিন.....
হ্যাঁ, আমার স্বপ্নের সে একদিন......