ইদানিং মেঘ কে বড় রাগি মনে হয়,
কেমন একগুয়ে হয়ে উঠেছে।
ষাঁড়দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে
আর দৈত্য কন্ঠে শুরু করে
তর্জন গর্জন।
দু চোখের স্ফুলিঙ্গে পুড়িয়ে দেয়
ভালবাসার রুগ্ন ঘর।
এইতো কিছু দিন আগে, ও ছিল
অতি শান্ত স¦প্নের পিছে
তাড়া করা পথিক।
রিনিঝিনি বাদ্যে ভরিয়ে তুলত
প্রিয়ার রাগিনী মন।
হৃদয়ের কিনার থৈ থৈ করত স্নেহের বন্যায়
প্রিয়ার হাতে গুজে দিত
টগর, বেলী, মাধবীলতা।
ভিজিয়ে দিত হিমেল হাওয়ায়।
এ মেঘ আ জবড় বিধ্বস্ত
কালো ধোঁয়ায় বিষাক্ত এক
অপাংক্তেয় কাব্য।