হে কবি-
জোৎস্না  সর্বরিতে
পড়ছি তোমার এ কবিতা খানি।
যেন -
হিমালয়ের বুকচিরে
হিমেল হাওয়ার কোমল আদর।
সবুজ আর হলুদের সমারোহে
হৃদয়ে তোলে গভীর কাঁপন।
নির্ঘুম রজনীর মাঝে
সৃষ্টি হল কাব্যিক সৗন্দর্য।
মৃদু হাওয়ার শনশনানি
বুকের গহীনে তোলে শিহরন।
মস্তিষ্কে আন্দোলিত হয়
ঢেউয়ের তালে দুলতে থাকে আনন্দ অশ্রু
ধ্যানের সিড়ির পাদদেশ বেয়ে
নেমে আসে তোমার ছন্দ ময় কবিতা।
নির্বাক হয়ে পড়ি
গভীর স্বপনের মাঝে গল্প করি।
রক্তিম আভায় উজ্জল হয় তোমার সত্তা
ভাবি তোমার সৃষ্টি নিয়ে।