তোমায় দেখেছি আমি
কাঁশ ফুলের শীর্ষে।
ঘিরে ধরেছে
রূপালী শিশির।
প্রতিটি শিশির কনাকে মনে হয়
বিশাল সমুদ্র।
জলরাশির উচ্ছলতা দেখেছি
তোমার প্রান্ত ভাগে
তোমার উজ্জল হাসিতে
শিশুরা লুটোপুটি খায়।
উত্তাল ঢেউয়ের মত
মাতামাতি করে।
কিন্তু প্রভাকরের ছোঁয়ায়
কোথায় যেন হারাও!
তোমার ক্ষণ স্থায়ী জীবন
আমায় অস্থির করে দেয়!