ঘুম ভাঙ‌তেই য‌দি দেখতাম
পৃ‌থিবীর বু‌কে নেই কোন মহামারী
এ ছিল আমার নিছক দুঃস্বপ্ন।
মানু‌ষের মা‌ঝে‌ নেই কোনভয়
‌নেই কোন মৃত্যুমি‌ছিল
মানবতার অবক্ষয় ঘ‌টে‌নি কোন ভা‌বেই।
ক‌বে আস‌বে সেই দিন?
মগ‌জের শিরা উপ‌শিরা
অস্ত‌মিত হ‌তে চল‌ছে
প্রতি‌নিয়ত  থে‌মে যাওয়ার ভ‌য়ে
কুক‌ড়ে থা‌কে আত্মা।
এই আ‌মি বাঁচব‌তো কাল
‌বিলীন হব না‌তো!
প্র‌তিটা ক্ষন পার কর‌ছি আর ভাব‌ছি
‌পেলাম‌তো এক‌টি দিন।
হয়‌তো সব ছে‌ড়েচ‌লে যাব যখন তখন
অজানা আশঙ্কায় শিউ‌রে ও‌ঠে আত্মা
তবুও চল‌ছি ,চল‌ছি আশায়
এক‌দিন সবই চলবে নতুন সু‌রে
হয়‌তো প্রকৃ‌তি সা‌জি‌য়ে নি‌বে
‌নি‌জের মত আবার গড়‌বে নতুন সংসার।