যখন তুমি হাসবে আলোয়
ডুববে রাতের চাঁদটা
তখন তুমি দেখবে নতুন
সূর্যমুখীর সুখটা ।
মেঘের পরে মেঘ ছুটে যায়
রোদের পরে রোদ
রাতের পরে আসবে ভোর
করবে কে তা রোধ ।


কেঁদনা  না গো ও জননী
দু চোখ ফেলে মুছে ,
আশ্রমেরই দেওয়ালটা আজ
কাঁদছে তোমার শোকে ।
কাঁদছে সকল পাখ পাখালী
ছোট্ট জোনাক আলো,
ও দাদি মা তোমার ছেলে
আছে সেথায় ভালো ।
আর কেঁদোনা এখন তুমি
মুছ তোমার মুখটা,
তোমার ছেলে এমন ক‌রে
দেখে কি তোমার দুঃখটা !
এখন তবে ঘুমাও তুমি
রাত গেছে যে ঘুমিয়ে ,
বালিশ টাকে ছেলে বলে 
রাখছ কি তা চু‌মি‌য়ে ।
তোমার ছেলে দেখতে যদি
তোমার এমন রূপ ,
নিশ্চিত সে পাশানো হলেও
ভাসাত কেঁদে বুক ।
আর কেঁদো না ও দাদিমা
এখন  আলো নিভাও ,
শক্ত করে মনটকেও
নিজের মতো বোঝাও ।
এই তোমার সময় হল
করো সুখের বিশ্রাম ,
শান্তি দেখে মনের ভেতর 
বাড়িই তোমার আশ্রম।