হে বঙ্গবাসী নবীন পল্লব জাগাও
পল্লবহীন জীবন বৃক্ষে,
নবউদ্যমে রা‌ঙিয়ে তোল পুষ্পহীন কানন
হৃদয়ে মাদল বাজাও।
জীবনের প্রতিটা স্তরের দীর্ঘশ্বাস গুটিয়ে
গোলাপী আলোয় রাঙিয়ে তোল,
পাল উড়িয়ে দাও থেমে থাকা জীবনে
পুরোনো দুঃখ ভোলা‌ে।
এসেছে নতুন দিন রাঙা নুপুর পরে
গেয়ে ওঠ নতুন গান একই সমম্ব‌রে ।
রিনিঝি‌নি ছন্দে মাতিয়ে তোলে মন
জীর্ণ ব্যথা ভুলে জাগাও স্বাগতম।
নকশি পিঠা শিন্নী  পায়েশ কিংবা  পান্তা ভাতে
ডু‌বে যেও নতুন আসার আনন্দ বেদনাতে।