আহা জ্বালা !
হৃদয়ে এখন প্রচন্ড জ্বালা !
প্রেমের জ্বালায় হৃদয় জ্বলে ছারখার !


প্রেম যে কি ?
আজও তা আমার বোঝা হলো না !
প্রেম কখনো আমার মনে বসন্ত বাতাসের মতো ছুঁয়ে যায়,
আবার কখনো, বৈশাখী ঝড়ের মতো হৃদয়কে ধুমড়ে মুচড়ে দেয়।


প্রেমে পড়ার আগে,
প্রেম কতোই না মধুর!
প্রেমে পড়ার পরে,
প্রেম কতোই যে বেদনা বিধুর।
আহা প্রেম! আহা জ্বালা!