আজ রবিবার দিনটি ছিল অন্যরকম
মরচে ধরা অনুভূতিগুলো আজ হঠাৎ
অন্যরকম প্রাণ ফিরে পেয়েছিল,
আবেগগুলো সংবরণ করতে বেশ কষ্ট হচ্ছিলো,
এমন অনুভূতি যা কখনো পূর্বে আসেনি এই হৃদয়ে।


আজ সারাদিন কাটলো প্রেয়সীর আঙিনায়,
যদিও প্রেয়সী বিহনে সব কিছুই শ্মশানের ন্যায়,
তবুও উপলব্ধিতে তো ছিল মনেপ্রাণে সারাক্ষণ মোর প্রেয়সী।
রাস্তাটা যেন হয়ে গেলো পরিপাটি আমায় স্বাগত জানাতে,
প্রেয়সীর পরিত্যক্ত বসতভিটা যেন জ্বলজ্বল করছিল আমার আগমনে,
আবর্জনার স্তুপে ঢাকা উঠান যেন ফিরে পেল প্রাণচঞ্চলতা আমার পদচিহ্নে,
গাছপালা যেন  ফিরে পেল প্রাণ আমার সান্নিধ্যে,
পুকুরের কর্দমাক্ত জল যেন আবেগে মেতে উঠলো জলখেলায়।


আমি ঘুরিফিরি সারাদিন সারা আঙিনা জুড়ে,
পুকুরের পাশে পরিত্যক্ত ঘাটে নিরালায় বসে জলখেলায় খুঁজি তারে,
গাছ গাছালির লতায় পাতায় ঢালে ঢালে খুঁজি তারে,
উঠানের চারিধারে অ'পলক নয়নে খুঁজি তারে,
অবহেলায় অযত্নে পড়ে থাকা বসত ভিটায় খুঁজি তারে,
খুঁজে খুঁজে হৃদয় আর্তনাদ করে বলে উঠে......
আহারে আহারে !