অকপটে দিয়েছি বিলিয়ে
যা ছিল জীবনের সঞ্চয় ,
তবুও পারিনি হতে
এই জগতে কারো মনোময় !


দিনের আলোতে হয় যে আপন
রাতের আঁধারে সেই হয় অচেনা ভীষণ,
এই জগত এক আলো আঁধারের খেলা
স্বার্থ ফুরালেই ভেঙে যায় মেলা।


বসে থাকি আমি প্রতীক্ষায় নীরবে
ঝলমলে আলোময় দিন জানি আবার আসবে,
ভুল যতটুকু করেছি অতীত জীবনে
সুদ আসলে পূর্ণ করবো আলোকিত ভুবনে।


==========================


উৎসর্গ ® কবি মোঃ জানে আলম (বিদ্যুৎ)


১৮/০২/২০২১ পথচলা শুরু হয়েছিল এই আসরে আপনাদের ভালোবাসা আন্তরিকতা ও অনুপ্রেরণায় আজ আমি বাংলা কবিতা আসরে তিন বছর পূর্ণ করলাম।


এই পথ চলায় আসরের সম্মানিত কবিদের আন্তরিকতা ও ভালোবাসায় আমি মুগ্ধ। আসরের অন্যতম কবি মোঃ জানে আলম (বিদ্যুৎ) শুরু থেকেই উৎসাহ প্রদাণ করে আমাকে সব সময় উদ্ভত্ত করেছেন তাই আজকের এই দিনে আমার আজকের এই কবিতা আমার প্রিয় কবি মোঃ জানে আলম (বিদ্যুৎ) কে উৎসর্গ করলাম।


==========================