জাগো হে তরুণ, জাগো হে যুবক,
ঘুম হয়েছে অনেক !
সন্ত্রাস,নৈরাজ্য,নিপিড়ন,নির্যাতন,
চারিদিকে দানবের হুংকার  
তবুও ; বোবা সমাজ, স্তব্ধ বিবেক,
দূর করতে হবে তোমাদেরই এই অন্ধকার !
জাগো হে তরুণ, জাগো হে যুবক,
ঘুম হয়েছে অনেক !


অন্ধ মোহ আর কালো টাকায়,
মরচে ধরেছে প্রবিণ বিবেক।
ধর্ষিত হচ্ছে প্রতিনিয়ত মানব সভ্যতা
চোখ থাকতেও অন্ধের মতো হজম করছে বর্বরতা।


বিপন্ন আজ মানবতা,
মিথ্যার কাছে পরাভূত সততা।
মসিতে নয় অসিতে ভয়,
সামাজিক শৃঙ্খলার হয়েছে ক্ষয়।
অন্ধকারে জ্বালাতে হবে আলোর মশাল,
ভাঙতে হবে এই সমাজ,
গড়তে হবে নতুন সমাজ,
জাগো হে তরুণ, জাগো হে যুবক,
ঘুম হয়েছে অনেক !


===============================


উৎসর্গ > কবি এম মাহবুব মুকুল


প্রিয় কবি এম মাহবুব মুকুল এর   " আলোর পথে আয় " কবিতায় অনুপ্রাণিত হয়ে আমার আজকের কবিতা "আলোর মশাল"।


তাই আমার প্রিয় কবিকে উৎসর্গ করলাম।


===============================