আমার একটা গল্প আছে
সেই গল্প আনন্দের কিংবা সুখের নয়,
সেই গল্প শুধুই বিষাদের,
শুধুই বেদনার।
সেই গল্পে আমি নায়ক নই,
নেই আমার কোন নায়িকা,
সেই গল্পের পরতে পরতে আমি শুধুই খলনায়ক।


হঠাৎ এক স্বপ্নপরী,
স্বপ্নপুরী থেকে আসলো আমার জীবনে,
স্বপ্ন ছড়ালো,হৃদয় মাতালো,
আবেগে ভাসালো,
মায়ায় জড়ালো,
এভাবেই স্বপ্নের শুরু হলো !


কতোশত রাত,
মধুর আলাপনে
আবেগ ভালোবাসায়
মগ্ন হতাম দু'জনায়
ফুরিয়ে যেতো রাত
তবু  ফুরাতো না কথা
এভাবেই ভালোবাসাবাসিতে মেতে থাকা।


গল্পের এখনি হয়নি শেষ,
এখানো রয়ে গেছে চমকের আবেশ।


আমি বলি ভালোবাসি
সে বলে "না"
আমি বলি ঘৃণা করো
সে বলে "না"
আমি বলি কাছে আসো
সে বলে "না"
আমি বলি দূরে থাকি
সে বলে "না"
আমি বলি যাই মরে
সে বলে "না"


কি যে করি আমি,
তাও সে বলেনা।


গল্পের এখনো হয়নি শেষ,
চিরকাল থাকবে এই গল্পের রেশ,
যে গল্পে আমি নায়ক নই,
আমার কোন নায়িকাও নেই,
খলনায়ক হয়েই আমি এই গল্পের
চরিত্র হয়ে রই।