আমার কোন প্রেম নেই,
নেই কোন প্রেমিকা,
হৃদয়ে নেই কোন উচ্ছাস,
নেই কোন অনুভূতি,
অনুরক্ত নই কারো প্রতি,
তবুও কেন লেখি প্রেমের কবিতা
জানিনা আমি জানিনা।


একটা সময় ভীষণ প্রেম ছিল মনে,
ভালোবাসা ছিল দিগন্ত সমান,
ভালোবাসতাম তারে প্রাণের চেয়েও বেশি,
মধুর আলাপনে কাটতো দিবস রজনী,
খুনসুটিতে ছিলাম মত্ত দুজনে।


হঠাৎ একদিন,
চমকিয়ে থমকিয়ে ধমকিয়ে,
ছুঁড়ে ফেল দিল সে আমায়,
তার প্রয়োজন শেষে,
ব্যবহৃত টিস্যুর মতো,
ময়লা আবর্জনার স্তুপে।


নিভু নিভু আলোর মতো,
নিভিও না জ্বলিও না,
ক্ষয়ে ক্ষয়ে যাই শুধু
বেদনার বিষাক্ত নীলে,
হৃদয় আমার যায়
বারে বারে পুড়ে।


তবুও আমি প্রেমের কবিতা লেখি,
আমার কোন প্রেম নেই ,
নেই কোন প্রেমিকা,
তবুও কেন লেখি প্রেমের কবিতা
জানিনা আমি জানিনা।