ভুলে যাবে?
যাও!
বাধা নেই।
মনে রেখো,
আমি দেবোনা আমায় ভুলিতে।
সন্ধ্যার মায়াবী আলোর পরশে আমি থাকবো তোমার অস্তিত্ব  জুড়ে,
গভীর রজনীতে বিভোর স্বপ্নে
জড়ায়ে থাকবো আমি তোমায় নিবিড় আলিঙ্গনে,
ভোরের আলোর স্নিগ্ধ বাতাস হয়ে পড়বো আমি তোমার নরম শরীরে।


ভুলে যাবে?
যাও!
বাধা নেই।
মনে রেখো,
আমি দেবোনা আমায় ভুলিতে।
তোমার হৃদয় নহরে জল শুকাবো নিমিষেই ,
তোমার হৃদয় নদীর স্রোত থামাবো অনায়াসেই ,
তোমার হৃদ সাগরে উতলা ঢেউ জাগাবো বারে বারে।


ভুলে যাবে?
যাও!
বাধা নেই।
মনে রেখো,
আমি দেবোনা আমায় ভুলিতে।
নয়নের জল ঝরাবো ঝর্ণার মতো অবিরত,
হৃদয়ের স্পন্দন বাড়াবো প্রেমের মাতাল উন্মাদনায়,
কামনার তীব্র আগুন জ্বালাবো দেহের শিরা উপশিরায়।


ভুলে যাবে?
যাও!
বাধা নেই।
মনে রেখো,
আমি দেবোনা আমায় ভুলিতে।
তোমার মনোজগতে অবাধ  বিচরণ
থাকবে আমার প্রতিক্ষণ,
তোমার ডায়েরির পাতার প্রতিটি পৃষ্টায় থাকবে আমার স্মৃতি অম্লান,
তোমার প্রতিটি কবিতার শিরোনামে থাকবে আমার নাম বহমান ।


ভুলে যাবে?
যাও!
বাধা নেই।
মনে রেখো,
আমি দেবোনা আমায় ভুলিতে।
এমন প্রেম এই জীবনে পাবেনা আর  কোথাও,
আমার মতো এমন করে কেউ বাসবে না তোমায় আর ভালো,
আমার মতো কেউ আর আসবেনা তোমার জীবনে হয়ে এমন আলো।


ভুলে যাবে?
যাও!
বাধা নেই।
মনে রেখো,
আমি দেবোনা আমায় ভুলিতে।
আমি বেসেছি তোমায় ভালো,
আমি বাসি তোমায় ভালো,
আমি অনন্তকাল  বাসবো তোমায় ভালো।