কবিতার আসরে রোজ রোজ জমা হয়,
বরেণ্য কবিদের নান্দনিক সব কবিতা।
চীর সবুজ প্রেমিক কবি নিপুণ হাতে বুনন করেন,
হৃদয় ছোঁয়া প্রেমের কবিতা।
প্রকৃতির প্রেমে উন্মাতাল প্রকৃতি প্রেমি কবি অনায়াসে লিখে যান,
অনিন্দ্য সুন্দর প্রকৃতির কবিতা।
মানবিক কবির কলমে ফুটে উঠে মানবতার বারতা।
যাদুকর কবি অপূর্ব শব্দশৈলীতে রূপকের যাদু ছড়ান রূপক কবিতায়।
জীবনবোধের কবিতায় জীবন ভাবনায়, আলো ছড়ান অনেক বরেণ্য কবি।  
রম্য কবিতায় মুগ্ধতা বিলিয়ে দেন রশিক কবি।
শিশুতোষ কবিতায় শিশুদের মনে  আনন্দ বিলিয়ে দেন সহজ সরল মনের কবি।
ধর্মীয় চেতনার মশাল জ্বালান অনেক ধর্মপ্রাণ কবি।
দেশাত্মবোধক কবিতার অনবদ্য সৃষ্টিতে দেশপ্রেমের জয়গান গেয়ে যান  দেশপ্রেমিক কবি।
অনিয়ম, অত্যাচার, সামাজিক অবক্ষয়ে তীব্র ক্ষোভ আর দ্রুোহে প্রতিবাদী কবিতায় প্রতিবাদের ঝড় উঠে অবিরত এই আসরে অনেক কবির কবিতায়।
বহুমাত্রিক কবিদের বিবিধ কবিতার ভীড়ে সমৃদ্ধ হয় কবিতার পাতা প্রতিনিয়ত।


জ্ঞানী, গুনী কবিদের এই আসরে আমি এক অকবি,
প্রতিদিন জ্বালাতন করি বিরহের ঢেউ তুলে।
ছন্দের নেই অন্তমিল, শব্দের নেই নিপুণ খেলা, কখনো কখনো অশুদ্ধ বানানে,
লিখে যাই অনায়াসে মনের সব ব্যথা,  
শুভাকাঙ্ক্ষী সম্মানিত অনেক শ্রদ্ধেয় কবিই,
উদার মনের পরিচয়ে
উৎসাহ প্রদানে বাহবা দিয়ে যান অবিরত,
আমিও আবেগে বিমুগ্ধ হয়ে
ভেসে যাই কবিতার সাগরে।
জানি আমি যা লিখি তা হয়না কভু কবিতা,
তবুও মনের আনন্দে লিখে যাই মনে আসে যা।
হোক বা না হোক আমার কলমে কবিতা,
আমি যে মহাখুশি এই আসরে এমন মহৎ প্রাণ কবিবন্ধুদের সংস্পর্শ পেয়ে।


===============================
২৫০ তম কবিতা
-----------------
উৎসর্গ > বাংলা কবিতা আসরের সম্মানিত সকল কবিদের।
===============================