আমি তো কবি নই,
অনুপম ছন্দের মাধুর্য নেই,  
রূপকের নেই কোন সমাহার,
তাই লিখতে পারি না কোন কবিতা।


যদিও, মাঝে মাঝে মনের অজান্তে,
হৃদয়ের অব্যক্ত কথাগুলো লিখে যাই,
ভুল শব্দের,ভুল বানানের পশরা সাজাই,
তবুও আমি অনায়াসে লিখে যাই।


পাঠক যতো কবিতা পড়েন আমার,
মার্জনা চাই, মার্জনা চাই।
বিজ্ঞজন আছেন যতো,
নিজগুণে দিবেন আমায় করে ক্ষমা,
ক্ষমা চাই, ক্ষমা চাই।


ভুল ধরিয়ে দিলে খুশি হই ভাই,
সংশোধনে আমার কোন অহমিকা নাই।
ভুল ধরিয়ে দিবেন যতোই
শিখবো আমি ততোই,
শেখার যে কোন শেষ নেই।
উৎসাহ দিলে হয়তো আমি,
লিখতে পারি অল্প কিছু।


কবিবন্ধু আছেন যতো বাংলা কবিতায়,
মুগ্ধ আমি,কৃতজ্ঞ আমি,
আন্তরিকতা আর ভালোবাসায়।
শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই, জানাই অভিনন্দন,
চিরকাল অটুট যেন থাকে আমাদের এই ভালোবাসার বন্ধন।


আমি তো কবি নই,
অনুপম ছন্দের মাধুর্য নেই,  
রূপকের নেই কোন সমাহার,
তাই লিখতে পারি না কোন কবিতা।


===============================


   (৫০ তম কবিতা)


উৎসর্গ))-- কবি মার্শাল ইফতেখার আহমেদ।


প্রায় দু'মাস হলো আমি বাংলা কবিতায় যোগ দিয়েছি,আমি আসলে কবি নই,শখের বশবর্তী হয়ে মনের অব্যক্ত কিছু কথা লিখে যাই, আর লিখতে গিয়েই বাংলা কবিতায় যোগ দেয়া। এখানে এসে আমার অগনিত কবিবন্ধুদের উৎসাহ, উদ্দিপনা, ভালোবাসা, আন্তরিকতায় আমি ভীষণ মুগ্ধ এবং কৃতজ্ঞ। বাংলা কবিতার প্রতিও আমার কৃতজ্ঞতা অন্তহীন। আর এভাবেই লিখতে লিখতে আজ আমার ৫০ তম কবিতা লিখে ফেললাম,যখন শুরু করি তখন আমার ঝুড়িতে ১৫ টি কবিতাও ছিলনা,যা আমার কাছে অনেকটা আশ্চর্য মনে হচ্ছে,যার All Credit স্বপ্নের জগতে বাস করা একটি প্রেমময় অনন্ত হৃদয়,যে হৃদয়ে বিভোর হয়ে লিখাগুলো কোথায় থেকে আসে আমি নিজেই বুঝতে পারি না,আমি নিজেই বিস্মিত এবং সেই কারনে আমি ভীষণ আপ্লূত।
আমার পাতায় আজকের "আমি তো কবি নই" কবিতাটি আমি উৎসর্গ করলাম আমার অত্যন্ত একজন শ্রদ্ধেয় প্রিয় কবি মার্শাল ইফতেখার আহমেদ কে।
কবিতা লিখি অনেকেই পাঠ করেন, সুন্দর কমেন্টস করেন, উৎসাহ যোগান কিন্ত আপনি একটু ব্যতিক্রম, আর আমার ভালোলাগা ভালোবাসাটা সেখানেই। আপনি উৎসাহ যোগান, অনুপম কমেন্টস করেন, ভুল ধরিয়ে দেন, আবার সংশোধনের পথ দেখিয়ে দেন, এজন্যই আপনার প্রতি ভালোলাগাটা একটু অন্যরকম। আপনার কবিতা পড়ে প্রতিদিনই কিছু না কিছু শিখি। আপনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা অপরিসীম।
প্রত্যাশা এভাবেই পাশে থাকবেন সব সময় আমার প্রিয় কবি।❤️
===============================