ঘুম হয়নি একটুও কাল রাতে,
ভাংচুর হয়েছে হৃদয় বারবার।
স্বপ্ন ভঙ্গের বেদনাগুলো
বারংবার আমায় ছিন্নভিন্ন করে।
অসহায়ের মতো আমি ব্যালকনিতে বসে,
আনমনে রাতের তারা গুনতে থাকি,
রাতের তারাগুলোও আমার সাথে
নির্মম ছলনায় মেতে উঠে।
যতোবার আমি তারা গুনে যাই,
ঠিক ততোবার তারাগুলো আমার
দৃষ্টি সীমা থেকে হারিয়ে যায়।
নতুন করে পুনর্বার গুনতে থাকি,
আবারো আমায় আড়াল দিয়ে তারাগুলো দূর আকাশে চলে যায়।
আমি নিশ্চুপ অপলক নয়নে  তারার দিকে চেয়ে চেয়ে রই,
রাতের আকাশের তারা গুনা আমার আর হয়ে উঠেনি।
রাতের তারাগুলোও
ক্রমশঃ আমার কাছ থেকে দূরে বহু দূরে হারিয়ে যায়,
আমার স্বপ্নগুলোর মতো।
তখন নিজের সাথে নিজেই করি কথোপকথন,
আত্ম উপলব্ধি হয়, হয়তো এটাই আমার জীবন।
আবারো আমি একান্তে একাকীত্বে,
দুঃখ কষ্ট যন্ত্রনার সাগরে ডুবে রই।