কিছু নরপিশাচ,
কিছু বিশ্বাসঘাতক,
১৫ আগস্টের কালোরাত্রীতে
বুলেটের আঘাতে,
স্বপরিবারে বঙ্গবন্ধুকে
হত্যার মাধ্যমে
রুদ্ধ করে দিলো
বাংলাদেশের অগ্রযাত্রাকে।


ক্ষমতা লোভী কথিত সেনা কর্মকর্তা,
আর পাকিস্তানি দোসরদের
বুনো উল্লাসে,
স্বম্ভিত, হতবাক,নির্বাক  
শোকে পাথর,
গোটা দেশের জনগণ।


স্বাধীনতার মহান স্থপতিকে
নৃশংসভাবে হত্যা করে রাতারাতি সংসদে,
প্রণয়ন করলো হত্যার বিচার
না হবার
মানবতা বিরোধী ইনডেমনিটি অধ্যাদেশ।


প্রকৃতির বিচার! বাধা দেবার সাধ্য আছে কার ?
দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর,
বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরাধিকারী
মানবতার মা, দেশরত্ন শেখ হাসিনা,
ক্ষমতায় আসীন হয়ে,
দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর
নরপিশাচদের ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে,
স্বস্থি নিয়ে এলেন দেশপ্রেমিক জনতার মনে।


আগষ্ট এলেই শোকে পাথর হই,
আগষ্ট এলেই মনে জাগে অজানা ভয় !
আগষ্ট এলেই মন পড়ে থাকে টুংগীপাড়ার বঙ্গবন্ধুর সমাধিতে।