বাইশ বছর আগে,
আমার অসীম ভালোবাসা
নোংরা টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিয়ে,
আমায় হতাশার নীল যন্ত্রণায় নিমজ্জিত করে,
সাত সমুদ্র তের নদী পাড়ি দিয়ে
ফেলে গিয়েছিলে আমায়,
আমার শহরের ভালোবাসাহীন অন্ধকার ঘরে।


দীর্ঘ বাইশ বছর ধরে,
রঙিন স্মৃতিগুলো জোনাকির আলো হয়ে,
জ্বলছে আমার হৃদয়ের আকাশে।
কতো আলো অন্ধকার এলো গেলো,
তবুও তুমি চাঁদ হয়ে ঠাঁয় দাঁড়িয়ে ছিলে,
আমার হৃদয়ের আকাশে।


বাইশ বছর পর,
আমার শহরের ভালোবাসাহীন অন্ধকার ঘর ছেড়ে,
আমি আজ আসছি তোমার শহরের
ভালোবাসাময় আলোকিত রাজপ্রাসাদে,
তুমি কেমন আছো স্বচক্ষে দেখবো বলে।


বিচলিত হওয়ার কিছু নেই !
আজ আর ভালোবাসার দাবি নেই,
দাবি নেই স্পর্শ কিংবা আলিঙ্গনের,
শুধু আমার হৃদয়ের অতল গহীন থেকে,
একটি প্রশ্ন ছুঁড়ে দিলাম তোমার হৃদয়ের অতল গহীনে,
সত্যি করে বলো,
তুমি কি ভালো আছো আমি বিহনে ?


===============================
* ইংল্যান্ড অবস্থানের কারণে কবিতা আসরে নিয়মিত হতে পারছিনা বলে সকল কবি বন্ধুদের কাছে আন্তরিক ভাবে দুঃখিত। ব্যস্ততা কমে গেলে আবারও আসরে নিয়মিত হবো।
সবাই ভালো থাকুন।
===============================