হতাশাগ্রস্ত জীবনের
পিচ্ছিল কর্দমাক্ত পথের
বাঁকে বাঁকে হোঁচট খেয়ে,
নিষ্প্রাণ মন নিয়ে পড়ে থাকি
আশাহীন, আলোহীন বেদনার গহীন অরণ্যে !


একান্তে একাকিত্বে নিমজ্জিত মনে,
শত প্রশ্ন জাগে !
প্রকৃতি যদি রং বদলায়,
অন্ধকারের পর যদি আসে আলো,
বৃষ্টির শেষে যদি আসে রোদ,  
তবে হয়তো একদিন ঠিকই
জীবনেরও রং বদলাবে।


শত হতাশার মাঝেও,
মনে আশার আলো জ্বলে
জীবনের হতাশার কালো মেঘ সরে,
প্রশান্তির বৃষ্টি নামবেই
আজ না হয় কাল নতুবা তারও পরে।