জীবনের প্রভাতে দেখা স্বপ্নগুলো
বাস্তবতার নির্মম সত্যতায়
সীমানা ছাড়িয়ে চলে যায়,
আকাশের মতো বিশাল উচ্চতায়।
রাত দিন একাকার হয়ে যায়,
ব্যর্থতার খোলস হতে বের হবার
অস্থির; চিন্তায় মগ্ন থেকে,
হতাশাগ্রস্থ জীবনের বেলা শেষে,
জীবন প্রবাহের যোগ বিয়োগে
ব্যর্থতার পাল্লাটা ভারী হয়ে যায়।
তখন,বিষাদ আক্রান্ত বুকের বিষাক্ত দহনে,
চোখ দু'টি ছলছল করে
চোখের পাতা ভিজিয়ে দেয়
সীমাহীন ব্যথার জল।