ক্ষণিকের এই ধরায়
প্রতিনিয়ত বৈষম্য ধনী গরিবের,
বাসস্থানের বৈষম্য হয়,
বস্ত্রেও বৈষম্য চোখে পড়ে,
যাতায়াতেরও বৈষম্য হয়,
প্রতিদিনের খাদ্যতালিকায়ও হয় বৈষম্য,
বৈষম্য চলে স্কুল কলেজে,
অফিস আদালতেও বৈষম্য চলমান,
বৈষম্য হয় অসুস্থ হলে হাসপাতালেও,


জানতে প্রবল ইচ্ছা!
জীবন অবসান হলে,
সাড়ে তিনহাত মাটির ঘরে হয় কি ধনী গরিবের কোন বৈষম্য ?