দেশকে বানিয়ে শ্মশান,
সেজেছে তারা মহান।
বুট আর পাথর,
হয়েছে আজ সমানে সমান।

হিংস্র দানব সেজেছে রাজা,
নিরীহ মানুষ পাচ্ছে সাজা।
নিরস্ত্র লোকের ঝরছে প্রাণ,
হারিয়েছে আজ মানবতার গান।

দিন বদলের এই খেলা,
বিলীন হয়ে ভাঙবে মেলা।
ইতিহাস কাউকে করে না ক্ষমা,
এই হিসাব থাক মনে জমা।