একা ছিলাম, ভীষণ একা,
আকাশ মাটির ব্যবধানে
শূন্যতা ছিল আমার ভূবনে !


হঠাৎ ; বিস্ময় জাগিয়ে এলে তুমি,
স্বপ্নময় ভালোবাসায়
পূর্ণতা দিলে আমার জীবনে ।


কিছুদিন যেতে না যেতেই, হঠাৎ ;
একদিন স্তব্দ করে চলে গেলে,
আবার আমায় শূন্য করে।


সেই থেকে আজও আমি,
আনমনে খুঁজি তোমায়
কল্পনার ভূবনে, স্বপ্নের ঘোরে।


নিস্তব্ধ, নীরব রাতের বোবা কান্নায়,
বিরহের আগুনে পুড়ে,
অতঃপর;
শূন্যতাই হয়ে রয় আমার ছায়াসঙ্গী  !