জীবনের পাতা থেকে আপাতত,
সবগুলো এলোমেলো স্বপ্ন মুছে ফেলেছি।


এলোমেলো স্বপ্নে বিভোর হয়ে কোন লাভ নেই,
কারণ ; স্বপ্নটা যদি হোঁচট খায়,
তখন নেমে আসবে জীবনে অমানিশা,
সেই অমানিশা জীবনকে যন্ত্রণাময় করে দিবে।


আমার জীবনে যা চেয়েছি, তাই পেয়েছি।
তাই, হঠাৎ মায়াবী স্বপ্নের জালে জড়িয়ে লাভ কী ?
যদি ঐ স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যায়,
তাহলে জীবনটাই হয়ে যাবে ছাই।


অতীতের আলো আঁধার কিংবা
ভবিষ্যতের কল্পবিলাস, মায়াবী স্বপ্ন দূরে ঠেলে,
বর্তমানেই যেমন আছি, তেমনই থাকতে চাই।


রচনাকাল > ২৬ ফেব্রুয়ারি ২০০২