মন আমার,
ঐ পথে আর হেঁটো না।
ঐ পথ বড়ই কন্টকাকীর্ণ,বড়ই পিচ্ছিল।
যতটুকু এসেছো,অনেক হয়েছে
আর সামনে এগিয়ো না,
ঐ পথে নেই কোন সুখ,
আছে শুধু বর্বরতা অস্থিরতা
নোংরা খেলা আর কৃত্রিম মোহ মায়া,
ঐ পথের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে,
মন তুমি নিবদ্ধ হও  নিজ প্রয়োজনে,
আঠার মত লেগে থাকো আত্মপ্রত্যয়ে,
তাহলেই মন তুমি আসল সুখ খুঁজে পাবে।


রচনাকাল > ১৫ এপ্রিল ২০০১