সময় এখন আমার পক্ষে নয়,
আমার পথ চলার সব কটা দিক
ফিরিয়ে নিয়েছে মুখ আমার কাছ থেকে।
রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি,
সব নীতিই এখন আমার কাছে বিষাদের।


জানিনা ; কেন যে, বারে বারে এমন হয় !
বারংবার আমি একা হয়ে যাই,  
সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাই।


যুদ্ধ চলছে এখন জীবনের সাথে,
যুদ্ধ চলছে হতাশা আর বিপর্যয়ের বিপক্ষে,
আমার এই যুদ্ধের অবসান হবে সেদিন,
যেদিন কোন রকম বিপর্যয়
আমায় আর ঘিরে রাখতে পারবে না।


রচনাকাল > ০৬ জুন ২০০১