কোন পথে যাবো আমি ?
কোন সীমানায় বিলীয়ে দেবো নিজেকে ?
আমি চাই সুন্দর আগামী,
ঝঞ্জাটহীন, ক্লেশহীন জীবন।
সেজন্য প্রয়োজন ;
তীক্ষ্ণ দৃষ্টিতে আগামী দিনের সন্ধান।
আমি চাই সামাজিক সম্মান,
আর্থিক স্বচ্ছলতা।
দারিদ্র্যের ছোঁয়ার কষাঘাতে পিষ্ট হতে চাইনা,
সমাজ সংসারে অবহেলিত থাকতে চাইনা,
আমি চাই সামাজিক সুরক্ষায়,
আর্থিক স্বচ্ছলতায়,
মানব সেবায় নিজেকে বিলীয়ে দিয়ে,
মুক্ত বাতাসে সবুজ ঘাসের সাথে মিশে যেতে।


রচনাকাল > ১৬ সেপ্টেম্বর ২০০১