করোনার ভয়াল থাবায়
জীবন ছিল অসহায়,
মানবতার করুণ আর্তনাদ
দেখেছিল আতংকিত চোখ,
থমকে গিয়েছিল চলমান জীবন।


অকাল বন্যা চোখের সামনে ভাসিয়ে নিয়েছিল জমানো স্বপ্নগুলো,
নিম্নবিত্ত মধ্যবিত্ত ভেদাভেদ ভুলে,
জীবন রক্ষায় এক সারিতে ছিল
আশ্রয় কেন্দ্রের কষ্টের দিনগুলোতে।


রাশিয়া ইউক্রেন যুদ্ধে
আর্থিক সংকটে জনজীবন আজ ক্ষোব্ধ,
অর্থনীতির চাকা পাংচার,
নিম্নবিত্ত আর মধ্যবিত্তের জীবন ছারখার।


তুরস্ক সিরিয়ার ভূকম্পনে
আতংকিত আজ সারা বিশ্ব,
কয়েক সেকেন্ডেই আমির থেকে ফকির,
দুঃসহ যাতনায় হাজার পরিবার।


ক্লান্ত পৃথিবীর পরবর্তী মিশন কী ?
কেউতো আমরা জানিনা।
এভাবেই যদি চলতে থাকে ধরণীর খেলা,
হয়তো দ্রুতই সাঙ্গ হবে ভবের এই রঙ্গমেলা।