জোয়ার ভাটা সাগরে থাকে যেমন,
পানির প্রবাহধারার খেলা নদীতেও থাকে তেমন ।
অন্ধকার ভেদ করে আলোও আসে,
বৈচিত্র্যময় প্রকৃতির নানান রূপতো চোখে ভাসে ।


জীবনও ঠিক তেমন,
আলো আঁধার আসবে জীবনের বাঁকে বাঁকে,
শুধুই ধৈর্য্য ধরে ঠিকে থাকতে হবে
জীবনের কঠিন সময়ে।