অসুখ হয়েছে ইদানীং মন মানসিকতার,
কিছুই যেন লাগছে না ভালো,
সব কিছুই হতাশায় কালো!


এই সমাজ কিংবা পরিবার,
নেই আলো শুধুই অন্ধকার!
মাঝে মাঝে দু'চোখ বন্ধ করে,
আবার চোখ খুলে যখন তাকাই,
তখন নিজেকে মনে হয় খুবই অসহায়।  


কখনো কখনো এই সমাজ,
এই শহরকে খুবই অচেনা মনে হয়,
মনে হয় আমি যেন এই সমাজের অপ্রয়োজনীয় কেউ।


মনটাও ইদানীং নিয়ন্ত্রণহীন,
মনটাও যেন আমাকে নিয়ে ঠাট্টা  তামাশায় মত্ত।
আকাশের মতো বিশাল মন নিয়ে চলতে চাই,
কিন্তু, ইদানীং মনটাও ছোট হতে হতে সিন্ধু থেকে বিন্দু হয়ে গেছে।


সামাজিক কোলাহল,বন্ধু বান্ধবের  সংস্পর্শ,
সব কিছুই মনে হয় অর্থহীন।
সমাজ সংসার নিয়ে যখন ভাবনা আসে মনে,
মনে হয় সমাজের ভালো মানুষ গুলো
দিন দিন হারিয়ে যাচ্ছে ,
আর মন্দ লোকের দৌরাত্ম্য  লাগামহীন ভাবে বেড়েই চলছে।


এভাবেই যদি চলতে থাকে এই সমাজ সংসার,
হয়তো আর বেশি বাকি নেই জীবন থেকে পালাবার!