নীরব নিস্তব্ধ রাতে,একাকী বসে
যখন একান্তে ভাবি তোমায়,
নিজের সাথে নিজেই যখন করি কথোপকথন,
হাজারো প্রশ্ন যখন দোলা দেয় মনে !
হৃদয়কে যখন আত্ম-জিজ্ঞাসা করি,
কি এমন ভুল ছিল ?
কি এমন অপরাধ ছিল?
যে,তুমি আমায় হুট করে,
এভাবে ফেলে চলে গেলে
যন্ত্রণার মহাসাগরে।
নাকি, তুমি এসেছিলে ক্ষণিকের তরে,
আমায় যাতনা উপহার দিতে !
নিবিড় ভাবে ভাবছি স্মৃতিময় মুহূর্তগুলো,
আর তাকিয়ে আছি নীল দেয়ালের দিকে,
ভাবছি,শুধুই ভাবছি,
হয়তো কষ্ট দিতেই এসেছিলে আমার জীবনে,
দেয়ালে হাঁটা টিকটিকি তখন,
আমার দিকে তাকিয়ে,
সহমত পুষন করে
বলে উঠে ঠিক ঠিক !


দুঃখ আমার !
টিকটিকি বুঝলো আমার বিরহ ব্যথা,
শুধু তুমিই বুঝলেনা
আমার হৃদয়ের গভীর অনুভূতির কথা।