আমি এক দুঃখওয়ালা,
মনের গহীনে জমে থাকা
সারি সারি দুঃখগুলো,
ফেরি করে বেড়াই
চারিধারে দিনের পর দিন।


সেই কবে যে দুঃখগুলো,
বসত গড়েছে আমার মনের গলিতে,
দিনক্ষণ ভুলে গেছি বেদনার যাতাকলে,
বহমান সময়ের আবহে,
দুঃখগুলোকেই নিয়েছি একান্ত আপন করে।


এখন দুঃখই আমার সুখ,
দুঃখই আমার আলোর পথরেখা,
দুঃখকে ভালোবেসে
দুঃখ আর আমি থাকি পাশাপাশি।